আইনি সিলমোহর নয় সমলিঙ্গের বিয়েতে, আগের রায়-ই বহাল সুপ্রিম কোর্টের
Same-sex marriage not legally binding, Supreme Court upholds previous verdict

Truth Of Bengal: এই সিদ্ধান্তে কোন ভুল নেই। তাই এই বিষয় পুনর্বিবেচনা করারও কোন প্রয়োজনীয়তা নেই। সমকামীদের বিবাহতে স্বীকৃতি না দেওয়ার বিষয় নিয়ে পুনর্বিবেচনার আবেদনকে খারিজ করল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ২০২৩ সালে সমকামীদের বিবাহে স্বীকৃতি না দিলেও তাঁদের সম্পর্কে কোনও বাধা নেই বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত। তখন বেঞ্চের তরফে জানানো হয়েছিল, সমলিঙ্গের বিবাহকে মান্যতা দিতে হলে আইনসভাকেই আইনে পরিবর্তন করতে হবে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সমলিঙ্গের বিবাহের পক্ষেই মত দিলেও, বাকি পাঁচ বিচারপতির মধ্যে ৩ জন এই মতের বিপক্ষে ছিলেন। এরপর পরের মাসেই সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। তবে সেই আবেদনকে খারিজ করে দেন বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, শীর্ষ আদালতে সমকামীদের সম্পর্ককে রায় দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনার একাধিক আবেদন দাখিল হয়েছিল। যার নির্যাস, কোর্ট বিয়ের অনুমতি না দিলেও এলজিবিটিকিউপ্লাস সম্প্রদায়কে বৈষম্যের শিকার হতে হয়, তা মেনে নিয়েছেন পাঁচ বিচারপতিই।
আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগির দাবি ছিল, ‘সেদিন দুই বিচারপতি বিবাহকে স্বীকৃতি দিতে রাজি হলেও তিনজন রাজি হননি। কিন্তু উল্লেখযোগ্য দিক হল, প্রত্যেকেই বলেছেন ওঁদের প্রতি বৈষম্য হয়। কিন্তু বৈষম্য দূর করার উপায় বাতলে দেননি। এই কারণেই আমরা প্রকাশ্য কোর্টে শুনানির আর্জি জানাচ্ছি।’ এরপর এই আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত।