কলকাতা

বিক্রি হয়েছে ৩২ কোটি টাকার পণ্য সামগ্রী, নিউটাউন সরস মেলায় রেকর্ড

Goods worth Tk 32 crore sold, record at Newtown Saras Fair

Truth Of Bengal: সুবীর মুখোপাধ্যায়, কলকাতা : মহিলাদের স্বনির্ভর করতে একাধিক প্রকল্প নিয়েছে রাজ্যে সরকার। আর এই সমস্ত প্রকল্পের সুফলও মিলেছে। আর সেই সুবাদে একাধিক মেলার মতোই সদ্য সমাপ্ত নিউটাউন প্রাঙ্গণে সরস মেলায় রেকর্ড সংখ্যক পণ্য সামগ্রী বিক্রি হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রীর। এই বিক্রি অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত নিউটাউন মেলায় প্রায় ৩২ কোটি টাকার পণ্য সামগ্রী বিক্রি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর তৈরী করা নানাবিধ চোখ ধাঁধানো সামগ্রী কিনতে রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন নিউ টাউনের সরস মেলাতে। প্রতি বছর রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের অধিনে পশ্চিমবঙ্গ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এই মেলার আয়োজন করে থাকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরী করা সামগ্রীর বিক্রি ক্রমশ বেড়েছে।

২০২৩ সালে এই নিউটাউন মেলায় পণ্য সামগ্রী বিক্রি হয়েছিল আনুমানিক ২০কোটি টাকা। সদ্য সমাপ্ত এই সরস মেলাতে ১২ কোটি টাকার বেশি সামগ্রী বিক্রি নেহাত কম নয় বলে মনে করছেন মেলার উদ্যোক্তারা। মোট ২০টি রাজ্যের ২৩টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর ২২৩টি স্টল বসেছিল নিউটাউনের সরস মেলা প্রাঙ্গণে।

বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাজারের বেশি প্রতিনিধির বানানো একাধিক সামগ্রী সাজিয়ে বসেছিল মেলা প্রাঙ্গণে। মেলার উদ্যোক্তারা জানিয়েছেন,বেশির ভাগ ক্রেতার পছন্দ ছিল বাড়ি সাজানোর বিভিন্ন সামগ্রী। আর তাই মেলা থেকে বাড়ি সাজানোর সামগ্রী বিক্রি হয়েছে বেশি পরিমাণে। লেডিস পার্ক এবং পার্ক সার্কাস ময়দানে সরস মেলাতেও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মেলার উদ্যোক্তারা।

হাইলাইট –
নিউটাউন মেলায় প্রায় ৩২ কোটি টাকার পণ্য সামগ্রী বিক্রি হয়েছে
২০২৩ সালে পণ্য সামগ্রী বিক্রি হয়েছিল আনুমানিক ২০কোটি টাকা
২০২৩-এর তুলনায় ১২ কোটি টাকার বেশি সামগ্রী বিক্রি হয়েছে
মোট ২০টি রাজ্য ও ২৩টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর ২২৩টি স্টল বসেছিল।

Related Articles