ফের চিনে আগমন নয়া ভাইরাসের, আক্রান্ত হচ্ছেন বহু মানুষ
A new virus has arrived in China again, many people are affected

Truth Of Bengal : এখনো মানুষের মনে সেই ক্ষত দাগ তাজা হয়ে আছে। সেই আতঙ্কের দিন আজও মনে পড়ে মানুষের। ভাবছেন কোন আতঙ্কের কথা বলছি। আসলে করোনা কালের সময়ের কথা বলছি। মানুষ এখনো মাঝেমধ্যে ভেবে থাকেন আবার কি সেই আতঙ্কের দিন ফিরে আসবে। তবে এবার কোভিড ১৯ নয়, এই মুহূর্তে চীনের দাপাচ্ছে আরও একটি ভাইরাস যার নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস।
এই নতুন ভাইরাসে মূলত শিশু এবং বয়স্ক মানুষেরাই বেশি আক্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চীনের এই নতুন ভাইরাসের বহু ছবি যা থেকে আতঙ্ক বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়িয়েছে তা থেকে জানা যাচ্ছে চীনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখন থেকেই রোগীদের ভিড় উপচে পড়ছে চীনের বিভিন্ন হাসপাতাল ও কবরখানায়। চীনে সরকারিভাবে এই সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। এ নতুন ভাইরাস মূলত ফুসফুসে হানা দিচ্ছে। নিউমোনিয়া এবং হোয়াইট লাং। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের ভিডিও সেসব ভিডিও হাসপাতালে ভিড় করা মানুষের অসহায় অবস্থান দেখা যাচ্ছে। যদিও এই ধরনের ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।
এ নতুন ভাইরাসের উপসর্গ হল সর্দি কাশি ছাড়াও নাক দিয়ে লাগাতার জল পড়া গলায় অসম্ভব ব্যথার মতো উপসর্গ। শিশু এবং বয়স্কদের এই ভাইরাস হলে তার থেকে প্রাণঘাতির মত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এছাড়া যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা গুরুতরূপভাবে অসুস্থ হতে পারে এই ভাইরাসে।