রাজ্যের খবর

জবর দখল রোধে জেলাশাসক, পুলিশ, বিডিও ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা

If the District Magistrate, Police, and BDO fail to prevent encroachment, action will be taken against them.

Truth Of Bengal: বেআইনি দখল নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই নিয়ে রেয়াত করা হবে না প্রশাসনের শীর্ষ কর্তাদেরও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আগে বসে পড়েছে তাদের কথা আলাদা।‌ কিন্তু নতুন করে যারা জায়গা দখল করে বসছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জুন মাসের মধ্যে কড়া আইনি পদক্ষেপ করতে হবে।

জবর দখল রোধে যদি জেলাশাসক, পুলিশ বা বিডিও ব্যর্থ হয় তাহলে আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। কে কোন দল করে সেটা আমি দেখবো না। পুলিশ বা প্রশাসনের যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যদি আগের কোনো সরকারি কর্মী জড়িত থাকে এবং যদি এখন সে অবসর নিয়েও থাকে তাহলে তার পেনশনে প্রভাব পড়বে। সরকারি জমি জবর দখল নিয়ে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর। পুর ও নগরোন্নয়ন দফতর, পঞ্চায়েত ও সেচ দফতরের জমি জবর দখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইডি বা সিবিআইয়ের মতো করে দোষীদের সম্পতি ক্রোক করা হবে।

Related Articles