কলকাতা

বছরের শেষ রবিবার চুটিয়ে উপভোগ পর্যটকদের, ফের রেকর্ড গড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়

Tourists enjoying the last Sunday of the year, record crowd again at Alipore Zoo

Truth Of Bengal : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বর্ষবরণ উৎসব। সবে মাত্র পেরিয়েছে বড়দিন আর তার পরেই ২০২৪ এর শেষ বেলাটুকু চেটে পুটে উপভোগ করার জন্য তৈরি আপামর বাঙালি। যে কারণে বছরের শেষ রবিবারে উপচে পড়া ভিড় কলকাতার সমস্ত দর্শনীয় স্থানগুলিতে। ইকোপার্ক, নিকোপার্ক থেকে শুরু করে ভিক্টোরিয়াল মেমোরিয়াল, ক্যাথিড্রাল চার্চ আর সবচেয়ে বড় কথা আলিপুর চিরিয়াখনায় দেখা গেল নজর কাড়া ভিড়।

কিছুদিন আগেই ছিল ২৫ ডিসেম্বর। দিনটি ছিল বুধবার। বুধবারে চিড়িয়াখানায় রেকর্ড গড়া ভিড় ছিল। সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে চলতি বছর বড়দিন যদি পড়ত রবিবার তাহলে চিত্র টা হত আরও অন্যরকম। বুধবার বড়দিন হওয়ার কারণে সরকারি দফতর গুলি ছুটি থাকলেও বহু বেসরকারি দফতরে ছুটি ছিলনা। যে কারণে কর্তৃপক্ষের আশা ছিল ২৯ সে ডিসেম্বর যেহেতু বছরের শেষ রবিবার তাই বড়দিনের চাইতেও ভিড় হবে চিড়িয়াখানায়। আর ঠিক তেমনই দৃশ্য ধরা পড়ল। আজ ও দ্বিতীয় বারের মতো রেকর্ড গড়বে আলিপুর চিড়িয়াখানা তা বলাই বাহুল্য।

বাঘ মামা, বনের রাজা সিংহ নানা ধরনের আরও পশু পাখি দেখতে নবীন থেকে প্রবীণ সকলেই ভিড় জমিয়েছেন চিড়িয়াখানায়। বেলা বারার পাশাপাশি বেড়েছে সেই ভিড়। চলতি বছর শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণের ব্যবস্থাও করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আর এই বড় চমক হল অনেকটা উল্টো পূরানের মতো, আসলে পর্যটকরা থাকছে খাঁচার ভিতর আর পাখিরা থাকছে বাইরে। আর এই বিশেষ আকর্ষণ দেখে খুশি দেশি তথা বিদেশি পর্যটকরাও।

Related Articles