রাজ্যের খবর

প্রয়াত মনমোহন সিং, শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত নদীয়ার মেলা

Late Manmohan Singh, Nadia Mela suspended on Chief Minister's order to pay respects

Truth Of Bengal: সদ্য প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই কারণেই রাজ্য রাজনীতিতে চলছে শোকের আবহ। তাই দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেও শোকবার্তা দিয়েছেন।

এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সরকারি মেলা এবং অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ আসার পরই নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হওয়া নান্দনিক ভাষা উৎসব এবং মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নদীয়া জেলা পরিষদ। পরবর্তীতে অনুষ্ঠানের যাবতীয় দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে জেলা পরিষদের তরফে।

এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সকল দেশবাসীর কাছে এক উজ্জ্বল সম্পদ ছিল। তার প্রয়াণে গোটা দেশের পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি মানুষ শোকাহত।

তাই আগামী সাতদিন এই ঐতিহাসিক মেলা বন্ধ রাখা হল। তার মৃত্যুতে রাজ্য তৃণমূল কংগ্রেস সহ জেলা তৃণমূল কংগ্রেসও একইভাবে শোকাহত। তবে মেলার সূচনা হলেও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে এই আনন্দিক ভাষা উৎসব মেলা।

Related Articles