দেশ

এক মাসে কমেছে লক্ষ লক্ষ মোবাইল গ্রাহক, কিন্তু কেন? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Millions of mobile subscribers decreased in a month, but why? Sensational information in the report

Truth Of Bengal: দিন দিন বাড়ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবার খরচ। যার ফলে পরিষেবা ছাড়তে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-এর এক রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ট্রাই-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে দেশজুড়ে ৩৪ লক্ষ গ্রাহক টেলিকম পরিষেবা ছেড়েছেন। সেপ্টেম্বর মাসে যেখানে মোট গ্রাহকের সংখ্যা ছিল ৯৪ কোটি ৪৪ লক্ষ, সেখানে অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৯৪ কোটি ১০ লক্ষে। মূল কারণ হিসেবে উঠে এসেছে মোবাইল খরচের ঊর্ধ্বগতি।

গত জুলাই মাসে বিভিন্ন টেলিকম সংস্থা পরিষেবার মাশুল ১০ থেকে ২৭ শতাংশ পর্যন্ত বাড়ায়। এর পর থেকেই ক্রমশ কমতে শুরু করে গ্রাহক সংখ্যা। ইন্টারনেট পরিষেবা ব্যবহার না করেও শুধুমাত্র কলের জন্য সংযোগ রেখে দিচ্ছেন অনেক ব্যবহারকারী।

বেসরকারি টেলিকম সংস্থাগুলির পরিষেবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলের প্রতি আগ্রহ বাড়ছে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলি দেশের প্রায় ২৪ শতাংশ পরিষেবা দিয়ে থাকে।

টেলি ডেনসিটি কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পও ধাক্কা খাচ্ছে। মোবাইল এবং ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তি করে ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট এবং নেট ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু খরচের চাপের কারণে গ্রাহকরা ইন্টারনেট পরিষেবা থেকে সরে যাচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করবেন। এর ফলে শুধু টেলিকম শিল্পই নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Related Articles