নিয়োগ দুর্নীতিতে আজই চার্জগঠন হতে চলেছে নিম্ন আদালতে
Charges are going to be formed today in the lower court in recruitment corruption

Truth Of Bengal: আজ সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED-র দায়ের করা মামলায় চার্জগঠন হতে চলেছে। আজ দুপুর দুটোর সময় নিম্ন আদালতে। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকেও হাজিরা থাকার নির্দেশ দেয়া হয়েছে তবে কোনোভাবেই মতে ভার্চুয়ালি হাজিরা দিলে চলবে না স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে গতবারের শুনানিতে নিম্ন আদালত । পার্থ চট্টোপাধ্যায় আদালতে উপস্থিত হয়েছেন।
আদালত সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতন কালীঘাটের কাকু, সুজয় কৃষ্ণ ভদ্র এই দিন উপস্থিত ছিলেন আগের শুনানিতে । সুপ্রিম কোর্ট এর আগে জানিয়ে দিয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে। তাই এই প্রেক্ষাপটে দ্রুত সব অভিযুক্তদের হাজিরা নিশ্চিত করে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, CBI এর বিশেষ আদালতে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের। ১ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত দেশ ছাড়তে পারবে না বলে জানানো হয়েছে আদালত। নিয়োগ দুর্নীতিতে ED এর চার্জ গঠনের মধ্যে নিঃসন্দেহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের শর্তসাপেক্ষে জামিন তাৎপর্যপূর্ণ