ফের আবাস বিতর্ক শুভেন্দুর! তৃণমূলকে কটাক্ষ করে ভিডিও পোস্ট
Shuvendur stirs up housing controversy again! Posts video mocking Trinamool

Truth Of Bengal: ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি করেন আবাস দিতে “কাট মানি” দাবি করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদের সুতি ২ নম্বর অঞ্চলের কাসিম নগর গ্রাম পঞ্চায়েতর ৪৯ নম্বর বুথ সভাপতি নীলিমা দাস এর নামে সরাসরি টাকা চাওয়ার অভিযোগ করা হয়। সেই ভিডিও শেয়ার করে তৃণমূলকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারী’র সাথে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি – ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে…’
T – টাকা
M – মারা
C – কোম্পানিআসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারী’র সাথে।
ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি – ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে… pic.twitter.com/edztWHNfp5
— Suvendu Adhikari (@SuvenduWB) December 22, 2024
ভিডিওতে বলতে শোনা যায়, সদ্য তার একাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে, তাই কুড়ি হাজার টাকা তার কাছে কার্ড মানি দাবি করে। তবে আবাস যোজনায় প্রাপক সে টাকা দিতে অস্বীকার করে। সেই প্রাপককে ভিডিওতে বলতে শোনা যায় তার কাছে আরো কয়েকজন টাকা টাকা চেয়েছেন বললে অভিযোগ করতে শোনা যায়। এই ভিডিওতে বুথ সভাপতি কে বলতে শোনা যায় এই এলাকার বুথ সভাপতি যেহেতু তিনি তাই সেই টাকারও ভাগিদার তিনি।
তবে এই বিতর্কের মাঝে বুথ সভাপতি নীলিমা দেবী স্বীকার করে নিয়ে বলেন, তিনি এই এলাকায় তিনি নতুন। তার কাছে বিষয়টা জানা ছিল না। ভুল হয়েছে তার।