বয়স্কদের জন্য ‘সঞ্জীবনী’ উপহার দিল্লির আপ সরকারের
Delhi AAP government's gift of 'Sanjeevani' for the elderly

Truth Of Bengal: আগামী বছরের শুরুতেই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। এবার জিতলে দিল্লির মসনদে তৃতীয় বারের জন্য বসবে আম আদমি পার্টির সরকার। আর ২০২৫ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রবীণদের জন্য সঞ্জীবনী প্রকল্প শুরু করলেন। এর আওতায় রাজধানীতে ৬০ বছরের বেশি বয়সি বয়স্কদের চিকিৎসা বিনামূল্যে করা হবে।
আম আদমি পার্টির এই স্কিমটি মূলত প্রবীণদের স্বাস্থ্য এবং পেনশনের উপর জোর দেবে। সঞ্জীবনী যোজনার আওতায় বয়স্কদের পেনশন বাড়ানো যেতে পারে বলে জানা গিয়েছে। এর আগে কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, তিনি বুধবার দুপুর একটায় একটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন। সেই ঘোষণা হবে দিল্লির প্রবীণদের জন্য এবং দিল্লি মডেলের আরেকটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে।
গত সপ্তাহে কেজরিওয়াল মহিলা সম্মান যোজনা ঘোষণা করেছিলেন, যার অধীনে ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন। সেই সঙ্গে আপের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচনে জিতে ক্ষমতায় এলে সেই টাকা বেড়ে হবে ২,১০০। সব মিলিয়ে তৃতীয়বারের মতো দিল্লিতে ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি।