কম্পোজিট গ্রান্ট বাবদ ২২কোটি টাকা বরাদ্দ স্কুল শিক্ষা দফতরের, জারি গাইডলাইন
School Education Department allocates 22 crore taka for composite grant, guidelines issued

Truth of Bengal: বছর শেষে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পোজিট গ্রান্ট বাবদ ২২ কোটি টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের ৮০০০-এরও বেশি স্কুলকে এই অর্থ দেওয়া হয়েছে। তবে এই টাকা কীভাবে খরচ করা হবে, তা নিয়ে ২৩ দফা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে।
কম্পোজিট গ্রান্ট বাবদ ২২কোটি টাকা বরাদ্দ স্কুল শিক্ষা দফতরের, জারি গাইডলাইন pic.twitter.com/oGjuu8Ua5Y
— TOB DIGITAL (@DigitalTob) December 16, 2024
স্কুলগুলির দৈনন্দিন খরচ মেটানোর জন্য এই অর্থ বরাদ্দ করা হলেও, তা খরচের জন্য নির্দিষ্ট কিছু খাত ঠিক করে দিয়েছে সরকার। শৌচালয় পরিচ্ছন্ন রাখা, স্কুল পরিষ্কার, পানীয় জলের ব্যবস্থা, গবেষণাগারে ছাত্রীদের নিরাপত্তা, স্কুল ভাড়া ইত্যাদি ১৮টি খাতে এই টাকা খরচ করা যাবে। তবে যানবাহন বা মোবাইল বিলের মতো খাতে কোনোভাবেই এই টাকা ব্যয় করা যাবে না।
ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে এই টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও কেন্দ্রের তরফে অর্থ না পাওয়ার কারণে রাজ্য নিজস্ব তহবিল থেকে আপাতত এই অর্থ বরাদ্দ করেছে। তবে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহারের ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর সতর্ক করেছে এবং গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছে।
এভাবে রাজ্য চায় প্রতিটি স্কুলের উন্নয়নে এই অর্থ যথাযথভাবে ব্যয় করা হোক, যাতে ছাত্রছাত্রীরা সরাসরি উপকৃত হয়।