দেশ

এক দেশ এক নির্বাচন: সোমবার লোকসভায় পেশ হবে বিতর্কিত বিল

One Nation, One Election: Controversial Bill to be introduced in Lok Sabha on Monday

Truth Of Bengal: নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বিতর্কিত “এক দেশ এক নির্বাচন” বিলটি সোমবার লোকসভায় পেশ হতে চলেছে। ইতিমধ্যেই সাংসদদের কাছে বিলের কপি পাঠানো হয়েছে এবং লোকসভার কার্যবিবরণী তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সূত্রের খবর, সোমবার বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা বা তা পাস করানোর কোনো পরিকল্পনা নেই।

জানা গিয়েছে, বিলটি যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠানোর সম্ভাবনা রয়েছে। সেখান থেকে রিপোর্ট এবং সুপারিশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার।

তৃণমূলের প্রবল বিরোধিতা
এই বিলের প্রবল বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন সংসদে বিলটির বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাতে। তৃণমূলের অভিযোগ, এই বিল ভারতের “যুক্তরাষ্ট্রীয় কাঠামো”-র ওপর আঘাত হানছে।

লোকসভার তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন কেন্দ্রের এই পদক্ষেপকে “গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মণিপুরের সঙ্কট, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি আড়াল করতেই সরকার এই বিল নিয়ে আসছে।”

বিরোধীদের কড়া অবস্থান
তৃণমূল ছাড়াও কংগ্রেস, সিপিএম, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের সমস্ত দল এই বিলের বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই বিলের মাধ্যমে কেন্দ্র রাজ্যগুলির ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে।

যদিও কেন্দ্রীয় সরকার বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর কথা বলেছে, তৃণমূল কংগ্রেস দাবি করেছে, এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হোক। বিরোধীদের বক্তব্য, এই ধরনের সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং রাজ্যগুলির স্বায়ত্তশাসনের ওপর আঘাত।

সোমবারের অধিবেশনে বিলটি নিয়ে আলোচনা বা পাস করানো না হলেও, বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক উত্তাপের আভাস মিলছে।

Related Articles