আজকের দিনেলাইফস্টাইল

সৌভাগ্য নাকি দুর্ভাগ্য় কি রয়েছে ভাগ্যে? একনজরে দেখুন আজকের রাশিফল

Is there good or bad luck in your destiny? Check out today's horoscope at a glance

Truth Of Bengal: আজ ১১ ডিসেম্বর বুধবার। সৌভাগ্য, দুর্ভগ্য নাকি অর্থলাভ রয়েছে ভাগ্যে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কী বলছে আপনার রাশি। জানুন আজকের রাশিফল।

মেষ: আজ আপনার অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল। প্রতিযোগিতা বাড়তে পারে। শান্ত থেকে কোনও কাজ করার চেষ্টা করুন, আখেরে লাভবান হতে পারেন। মাথা সবসময় ঠান্ডা রাখুন। প্রেমে বাধা নেই।

বৃষ: আজ মানসিক চাপ থাকবে। রাগের ফলে অকারণে অশান্তিও হতে পারে। ঠাণ্ডা মাথায় ভাবনাচিন্তা করে সকল সমস্যার সমাধান করুন। প্রেমে দারুন সাফল্য।

মিথুন: কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা আছে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল।

কর্কট: পূরণ হতে পারে অনেকদিনের পুরনো ইচ্ছে। সৃজনশীলদের জন্য দিনটি খুবই শুভ। সাফল্য আসবে। সঙ্গে সঙ্গে অর্থও আসবে। প্রেমে সফল।

সিংহ: শরীরিক অসুস্থতার কারণে কাজের ব্যাপারে চিন্তা। আজ একটু বিপদের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকুন। সাংসারিক কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গলাভে আনন্দ বৃদ্ধি,

কন্যা: আত্মবিশ্বাস আপনাকে আজ সমস্ত কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর্থিক বিষয়ের নিরিখে নির্ধারিত হতে পারে ব্যবসায়িক ক্ষমতার পরীক্ষা। সফলভাবে সমস্যার সমাধান করতে পারবেন। ত্রিকোণ প্রেমের যোগ।

তুলা: শরীরের কোনও অংশের যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন।শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাবার সম্ভাবনা। প্রেম প্রীতি নিয়ে মান বাড়তে পারে। কোনও স্থানে ভ্রমণে কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক: আজ আপনার দিনটি ভালোই যাবে৷ উন্নতি আসতে পারে যৌথ ব্যবসাতেও। বন্ধুর সঙ্গে দিনটা কাটানোর জন্য আদর্শ। প্রেমের মানুষের সঙ্গেও দিনটি কাটান।

ধনু: জীবনে নতুন কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল ৷ কিন্তু ভেঙ্গে না পড়ে লড়াই করে যেতে হবে। বিরত থাকতে হতে পারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে। দিনের শেষভাগে অপ্রত্যাশিত ফলাফল অবাক করে দিতে পারে। বুদ্ধি রেখে চলুন। আজ কাউকে প্রেম নিবেদন করবেন না।

মকর: ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত বাড়তে পারে। প্রিয়জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না।

কুম্ভ: স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে। ধর্মীয় ব্যাপারে কোনও আলোচনা। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে।সকালের দিকে প্রেম প্রণয়ের কারণে মনোবেদনা বৃদ্ধি।

কুম্ভ: আজ দিনটি আপনার খুব শুভ৷ আলাপ হতে পারে নতুন মানুষদের সাথে যাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা করতে পারেন ৷ দিনটা উৎসাহ ও উদ্দীপনায় কাটতে পারে। বিবাহিতদের জন্য দিনটি শুভ। অর্থলাভ হতে পারে।

Related Articles