বিশ্ব ক্রিকেটে ৬ মিনিটের জন্য নজির গড়া হল না রাভালের
Raval's 6-minute spell in world cricket was not a precedent

Truth Of Bengal: জিৎ রাভাল মানেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যায় ২০১৯ সালের কথা। সেবার বাংলাদেশের বিপক্ষে হ্যামলিন্টন টেস্টে নিউজিল্যান্ডের হয়ে শতরান করা তিন ব্যাটসম্যানের মধ্যে অন্যতম হলেন রাভাল। এরপর অবশ্য আর কিউয়িদের হয়ে রাভাল তাঁর ক্রিকেট জীবনে শতরান হাঁকাতে পারেননি। ২০১৬ সাল থেকে ২০২০ সাল অবধি নিউজিল্যান্ডের হয়ে মোট ২৪টি টেস্ট খেলেছিলেন রাভাল।
পাঁচ বছর পর আবার সংবাদের শিরোনামে উঠে এলেন ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। সে দেশের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে নর্দান ডিস্ট্রিক্সের বিপক্ষে শতরান করেন তিনি।
কিন্তু বিষয়টি সেটি নয়। রাভাল ইনিংসে ব্যাট করতে নামেন গত ৮ ডিসেম্বর বিকেলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি ছিল রাভালের। ৫৮৯ মিনিটে ৩৯৬ বল খেলে ১০৭ রান করেছেন রাভাল। ক্রিজে ছিলেন ৫৫১ মিনিট।
আর এর ফলেই প্রাক্তন পাক ক্রিকেটার মুদাসসর নজরের বিশ্ব রেকর্ডটা ভাঙতে পারলেন না রাভাল। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে সেঞ্চুরি করেছিলেন এই পাক অলরাউন্ডার। লাহোরের সেই ম্যাচে মুদাসসর ক্রিজে ছিলেন ৫৯১ মিনিট। খেলেছিলেন ৪৯৯টি বল। আর মুদাসসর করেছিলেন মোট ১১৪ রান।