অফবিট

ভরসা হুইল চেয়ার, প্রতিবন্ধী হয়েও বাঞ্জি জাম্পের স্বাদ নিলেন এক যুবক

A young man enjoys bungee jumping despite being wheelchair-bound and disabled

Truth Of Bengal: হুইল চেয়ারে বসেই বাঞ্জি জাম্পিং-এর স্বাদ নিলেন এক শারিরীক প্রতিবন্ধী যুবক। উত্তরাখণ্ডের হৃষিকেশে ভারতের সব থেকে উঁচু স্থান থেকে বাঞ্জি জাম্পের গৌরব অর্জন করলেন তিনি। ১১৭ ফুট উচ্চতা থেকে শূণ্যে লাফ দিলেন তিনি। এই রোমাঞ্চকর ভিডিয়োটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

ইনস্টাগ্রামে হিমালয়ানবাঞ্জি নামের একটি অ্যাকাউন্ট থেকেই ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখে বিস্মিত হয়ে পড়েছে নেটাগরিকরা। সাধারণত এই ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ করতে দেখা যায় শারিরীকভাবে সক্ষম ব্যক্তিদেরই, বিশেষত যারা অ্যাডভেঞ্চারপ্রেমী। উঁচু কোনও প্ল্যাটফর্ম বা পাহাড়ের কোনও চূড়া থেকে নীচের দিকে শূণ্যে লাফিয়ে পড়ার খেলাই হল বাঞ্জি জাম্পিং। পায়ে বাঁধা থাকে অত্যন্ত শক্ত একটি দড়ি। থাকে লাইফ সেভিং জ্যাকেটও। তবে এধরনের অ্যাডভেঞ্চারের নেশায় মেতে উঠে হুইল চেয়ারে বসে প্রতিবন্ধী যুবকের বাঞ্জিজাম্পিং-এর ভিডিও রীতিমতো নজর কাড়ল এবার।

ভিডিয়োটিতে দেখা যায়, একটি শক্ত দড়ি দিয়ে হুইল চেয়ারের সঙ্গে ওই যুবকের শরীর প্রথমে বেঁধে দেওয়া হয়। তারপরই ক্রেন থেকে শূণ্যে ঠেলে দেওয়া হয় তাঁকে। পড়ে যাওয়ার পরও সেই যুবকের এক্সপ্রেশনে কোনও বদল ছিল না। উপরন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এই ভিডিয়ো পোস্ট করার সময়ই ক্যাপশনে লেখা হয়, এক হুইল চেয়ার বন্দি যোদ্ধা ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প জয় করে নিজের স্বপ্ন পূরন করলেন। এই ভিডিও দেখে একাধিক মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়।

Related Articles