‘হিন্দুত্ব একটি রোগ’, পিডিপির ইলতিজা মুফতির মন্তব্যে বিতর্কের ঝড়
'Hindutva is a disease', PDP's Iltija Mufti's comment sparks controversy

Truth Of Bengal: ‘হিন্দুত্ব একটি রোগ। এমন একটা রোগ যা হিন্দু ধর্মকে বদনাম করছে। এর ফলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। নিজেদের ভোট ব্যাঙ্কের স্বার্থে বিজেপি এই অস্ত্র ব্যবহার করছে।‘ পিডিপি প্রধান মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতির এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। এই নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। ইতিমধ্যেই বিজেপি ইলতিজার এই মন্তব্যের বিরোধিতা করে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে।
#WATCH | Jammu, J&K | PDP leader Iltija Mufti says, “This is an India of Mahatma Gandhi. I have spoken against Hindutva, not Hinduism. I have spoken against Veer Savarkar’s philosophy that India is only for Hindus…I know Hinduism is a religion that promotes peace and… pic.twitter.com/U4IM0e61pf
— ANI (@ANI) December 8, 2024
নিজের এক্স হ্যান্ডেলে মুসলমান সম্প্রদায়ের এক ব্যাক্তিকে মারধরের ভিডিও শেয়ার করে ইলতিজ লেখেন, “তাঁর নাম জপ না করলে যেভাবে মুসলিম ছেলেদের জুতো দিয়ে মারধর করা হয়, তা দেখে নিশ্চয় শ্রী রামের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়।“ তিনি আরও লেখেন, “হিন্দুত্ব এমন একটি রোগ যা লক্ষ লক্ষ ভারতীয়কে পীড়িত করেছে”। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির।
পরে, জম্মুতে একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলতিজা স্পষ্ট করেন, “হিন্দুত্ব এবং হিন্দুধর্মের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। হিন্দুত্ব মানুষের মনে ঘৃণা জাগায়, ঠিক যেটা সাভারকর ৪০-এর দশকে প্রচার করতেন। লক্ষ্য ছিল, হিন্দুদের আধিপত্য। অন্যদিকে, ইসলামের মতো হিন্দুধর্মও এমন একটি ধর্ম যা ধর্মনিরপেক্ষতা, প্রেম এবং সহানুভূতির কথা বলে। আমি যা বলেছি, আমি তা প্রকাশ্যে বলেছি। আমি হিন্দুত্বের সমালোচনা করেছি এবং আমি আমার অবস্থানে অনড়। হিন্দুত্ব একটি রোগ এবং আমাদের এই রোগের চিকিৎসা করতে”।
এ প্রসঙ্গে বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, ‘এভাবে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা অনুচিত। এই অবমাননাকর মন্তব্যের জন্য ইলতিজ মুফতির ক্ষমা পড়া উচিত।‘