দেশ

আধুনিক নিরাপত্তার ঘেরাটোপে বিমানবন্দর, চালু হল বিশেষ ইউনিট

Airport under modern security, special unit launched

Truth Of Bengal: বিমানবন্দরগুলির নিরাপত্তা বাড়াতে সিআইএসএফের পদক্ষেপ গ্রহণ। কোয়ালিটি কন্ট্রোল ইউনিটের তরফ থেকে এই আধাসেনা বাহিনীর বিমানবন্দরগুলিতে চালু করা হয়েছে নিরাপত্তা শাখা।

সম্প্রতি একাধিকবার দেশীয় উড়ানসংস্থার বিমানে বোমা রাখার ভুয়ো খবর ছড়িয়েছে। যার কারণে বেশকিছু বিমানেরই স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হয়েছে। কখনও দেরিতে রওনা হয়েছে বিমান, আবার কখনও মাঝ আকাশেই বদল করা হয়েছে বিমানের যাত্রাপথ। পরবর্তীতে প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তা ভুয়ো তথ্য। যা নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন। চলছে আইনের কড়াকড়ির ভাবনাচিন্তা। এই পরিস্থিতিতেই এবার বেশষ ইউনিট চালু করা হল সিআইএসএফের বিমানবন্দর নিরাপত্তা শাখায়। বিশ্বমানের নিরাপত্তা ও প্রযুক্তিগত সুবিধা দেশের বিমানবন্দরগুলিতে যাতে দেওয়াই এই ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

সিআইএসএফের এক মুখপাত্র জানান, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশনের বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে নেওয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ইউনিট গঠন হয়েছে। জানা যায়, এই ব্যুরো অফ সিভিল এভিয়েশন সংস্থা, দেশীয় অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণ করে। প্রসঙ্গত, সরকারী হিসেব অনুযায়ী, চলতি বছরে ১৩ নভেম্বর পর্যন্ত প্রায় এক হাজারের কাছাকাছি বিমানে বোমা রাখার ভুয়ে তথ্য ছড়িয়ে পড়েছে।

Related Articles