কলকাতা

শহরবাসীর জন্য রাজ্যের নতুন উপহার, আগামী মাসেই চালু হচ্ছে কালীঘাট স্কাইওয়াক

The state's new gift for city dwellers, Kalighat Skywalk to be launched next month

Truth Of Bengal: আগামী মাসেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। নতুন বছরে কলকাতার নাগরিকদের জন্য এটি রাজ্য সরকারের তরফে এক উল্লেখযোগ্য উপহার। শুক্রবার কলকাতা পুরসভার বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার এবং হকার সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকের শেষে মেয়র জানান, “আগামী এক মাসের মধ্যে কালীঘাট স্কাইওয়াক চালু হওয়ার আশা করছি।” তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি।

পুরসভা সূত্রে জানা গেছে, করোনা মহামারীসহ বিভিন্ন কারণে স্কাইওয়াক নির্মাণে বিলম্ব হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর পাশাপাশি, হকারদের পুনর্বাসনের বিষয়েও কাজ চলছে।

স্কাইওয়াক নির্মাণকালে কালীঘাট চত্বর থেকে হকারদের সরিয়ে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয়েছিল। এখন সেই হকারদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভা জানিয়েছে, হাজরা পার্কে থাকা হকারদের বৈধ তালিকা তৈরি করা হবে এবং তাঁদের নতুন করে নির্মিত মার্কেটে পুনর্বাসন দেওয়া হবে।

হকারদের তরফে অতিরিক্ত এক মাস সময় চাওয়া হয়েছে। সেই অনুযায়ী, মেয়র জানিয়েছেন, “দুমাসের মধ্যে বৈধ তালিকা তৈরি করে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

কালীঘাট স্কাইওয়াক চালু হলে এটি শহরের এক নতুন আকর্ষণ হয়ে উঠবে। পাশাপাশি, পথচারীদের যাতায়াত আরও নিরাপদ এবং সহজ হবে। স্কাইওয়াকের নিচে নতুন মার্কেট তৈরি করে হকারদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নাগরিক ও হকারদের জন্য সমাধানসূত্র হিসেবে কাজ করবে। শহরবাসীর অপেক্ষা এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের।

Related Articles