রাজ্যের খবর

কথা দিয়ে কথা রাখল ভারত, মালগাড়ি উপহার বাংলাদেশকে

India keeps its promise, gifts freight train to Bangladesh

Truth Of Bengal: চরম অরাজকতা চলছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে সোচ্চার সেখানকার সনাতনীরা। মিছিল-মাইকিং-এ মধ্য দিয়ে তালিবানি ফতোয়ার ছবি উঠে এসেছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী ভূমিকা নিক সেই দাবিও রেখেছেন তিনি। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দু’দেশের বৈদেশিক সম্পর্ক বজায় রাখতে তৎপর কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বৈদেশিক চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তে গেদে- দর্শনা রেলপথ দিয়ে মালগাড়ি গেল বাংলাদেশে।

বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত বাংলাদেশকে মালগাড়ি উপহার দেবে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে এদিন একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত। ভারত বাংলাদেশকে ৬০০ বেশি বগিযুক্ত মালগাড়ি দেওয়ার কথা আগেই জানিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ি পাঠালো ভারত। আগামীতে আরও বগি পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে এই মাল গাড়িতে কোন পণ্য পাঠায়নি। এই ট্রেনটি বাংলাদেশ ব্যবহার করবে।

Related Articles