রাজ্যের খবর

রাজ্য পুলিশে বড় রদবদল, সরানো হল গোয়েন্দা প্রধানকে

Major reshuffle in state police, intelligence chief removed

Truth Of Bengal: সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। রাজ্য পুলিশে বড়সড় রদ বদল।
রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজ শেখরনকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি (ট্রেনিং) পদে।

মুখ্যমন্ত্রীর বার্তানুযায়ী বুধবার সামনে এল পুলিশের প্রাথমিক রদবদলের তালিকা। সেই তালিকায় বেশকয়েকটি পদে বদল দেখা গিয়েছে। সেখানে আর রাজাশেখরনের বদলিও দেখা গিয়েছে। নির্দেশিকা অনুযায়ী বুধবার তাঁকে সরানো হয়েছে। তবে এখনই তাঁর জায়গায় কাউকে বেছে নেওয়া হয়নি।

এতদিন এডিজি (প্রশিক্ষন) পদে দায়িত্বে ছিলেন আইপিএস দময়ন্তী সেন। এবার তাঁর জায়গায় এসেছেন রাজাশেখরন, আর দময়ন্তী এখন এডিজি অ্যান্ড আইজিপি(পলিসি)। অর্থাৎ তিনি এখন রাজ্য পুলিশের পলি মেকিং পদে। এদিকে এপর্যন্ত এডিজি অ্যান্ড আইজিপি (পলিসি) পদের দায়িত্ব সামলেছেন আইপিএস আর শিবকুমার। দময়ন্তী তাঁর জায়গায় আসায় তিনি এখল এনফোর্সমেন্ট বিভাগে। আগে এই পদ সামলেছেন আইপিএস রাজীব মিশ্র। তিনি এখন এডিজি আইজি অর্গানাইজেশন ও মর্ডানাইজেশন পদে।

Related Articles