দেশ

কৌটোর ভিতর সদ্যোজাতর দেহ! যোগীরাজ্যের এই ভিডিও দেখে আঁতকে উঠবেন

Newborn body in a box! This video of uttar pradesh will shock you

Truth Of Bengal: কৌটোর ভিতর সদ্যোজাতর দেহ!  লখনউ বিমানবন্দরে কার্গো স্ক্যান করতে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের।

জানা যায়, লখনউ থেকে মুম্বই পাঠানো হচ্ছিল পার্সেলটি। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো স্ক্যান করার সময় সেই পার্সেলে এক কৌটো দেখতে পান আধিকারিকরা। কৌটো খুলতেই দেখা যাচ্ছে, এক সদ্যোজাতর দেহ। সেই ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলে। কার্গোর কর্মীরা তৎক্ষণাত খবর দেন সিআইএসএফ আধিকারিকদের। সূত্রের খবর, এই ঘটনায় কুরিয়ার এজেন্টকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

কীভাবে সদ্যোজাতর দেহ সেখানে এল? কে কৌটোবন্দি করল দেহ? তবে কি কোনও পাচারচক্র রয়েছে এই ঘটনার নেপথ্যে, সেই প্রশ্ন উঠছে।

Related Articles