এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি
Hearing in Chinmoy Krishna Das' bail case postponed by a month

Truth Of Bengal: মঙ্গলবার চট্টগ্রাম জামিন মামলার শুনানি ওঠার কথা ছিল চিন্ময়কৃষ্ণ দাসের। কিন্তু নির্দিষ্ট সময় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ার জন্য কোনও আইনজীবীই আদালতে ছিলেন না। ফলে জামিন হল না চিন্ময়ের। এই নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বছরের ২ জানুয়ারি। তবে জানা গিয়েছে, সন্ন্যাসীর আইনজীবীদের রীতিমতো ভয় দেখানো হয়েছে, যাতে তাঁরা এই মামলা না লড়েন।
উল্লেখ্য, জামিন মামলা আদালতে ওঠার ঠিক ২৪ ঘণ্টা আগে আবারও মামলা দায়ের হয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এবারও মামলা হয়েছে জামিন অযোগ্য ধারায়। চিন্ময়কৃষ্ণ দাস-সহ মোট ৭১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার নতুন করে মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানায়। স্থানীয় এনামুল হক চৌধুরী নামে এক ব্যক্তি জামিন অযোগ্য ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় দায়ের করেছেন। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও ছাত্র লীগ ও যুব লীগের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।
জাতীয় পতাকার অবমাননা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাসকে। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত। বিক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। গোটা বিশ্ব জুড়ে তাঁর মুক্তির দাবি উঠেছে। তাই মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে ছিল আন্তর্জাতিক মহলও। কিন্তু এদিন জামিন মামলার শুনানি না হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সনাতনীরা। তাদের অভিযোগ, রীতিমতো ভয় দেখানো হয়েছে আইনজীবীদের। এমনকি তাঁদের নানারকম হুমকিও দেওয়া হয়েছে। তাঁদের বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।