খেলা

অ্যাডিলেডে পিচেই কি ভারত বধের ছক অস্ট্রেলিয়ার?

Is Australia ready to slay India on the Adelaide pitch?

Truth Of Bengal: আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। পারথে প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পর অ্যাডিলেড টেস্ট থেকেই ভারত বধের ছক কষতে শুরু করেছে অস্ট্রেলিয়া। কেননা দিবা-রাতের পিঙ্ক বলের টেস্ট অজিদের কাছে ঐতিহ্যগতভাবে বিশাল শক্তি। কেননা গোলাপি বলের টেস্টে এখনও অবধি হারের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। কাজেই অ্যাডিলেড টেস্টে যে ভারতকে মারণ কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরা, তা বলার আর অপেক্ষা রাখে না। আর অজিদের এই টেস্টে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে অবশ্যই পিচ।

পারথের পিচের চরিত্র যে এমন হবে তা ঘুণাক্ষরেও অনুমান করতে পারেনি টিম অস্ট্রেলিয়া। কেননা অস্ট্রেলিয়া শিবিরের অনুমান ছিল ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন হয়ত পেস বোলাররা এই পিচ থেকে পুরোপুরি সুবিধা আদায় করতে পারবেন। কিন্তু হল ঠিক উল্টোটাই।

এবার আর সেই ভুল করতে নারাজ অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের টেস্টের জন্য ইতিমধ্যেই নাকি বেশ কয়েকটি পিচ তৈর রাখা হয়েছে। তার মধ্যে কোনও পিচে যেমন ঘাস রয়েছে, আবার কোনও পিচে ঘাসের সংখ্যা খুবই কম। এবং কোনও পিচ একেবারেই নেড়া। সুতরাং দিন-রাতের এই ম্যাচে অজিরা ভারতকে বিপদে ফেলার জন্য কোন পিচ ব্যবহার করবেন তা এখনও স্পষ্ট করে জানাননি।

প্রসঙ্গত, এই অ্যাডিলেডেই ভারতকে ৩৬ রানে অল-আউট করার রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজ তারা জিততে পারেনি সেবার। পরের ম্যাচগুলিতে দারুণভাবে কামব্যাক করেছিল ভারত।

ইতিমধ্যেই অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট শুরু হওয়ার আগে সে দেশের প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলেছেন রোহিত শর্মারা। রোহিত সেই ম্যাচ রান না পেলেও, চোট সারিয়ে ফিরে দূরন্ত পারফরম্যান্স করেছেন শুভমন গিল। বল হাতে ভাল পারফরম্যান্স করেছেন হর্ষিত রানাও। এছাড়া ব্যাট হাতে রান পেয়েছেন যশস্বী, নীতিশ রেড্ডি, ওয়াশিংটনরা। সুতরাং এই অ্যাডিলেডে এবার অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন রোহিত ব্রিগেডের সদস্যরা। মনে করা হচ্ছে অ্যাডিলেডে দুই দেশের লড়াই হবে হাড্ডা-হাড্ডি।

Related Articles