মঞ্চে দারুণ সারপ্রাইজ! ‘ছালেয়া’র হুক স্টেপ অরিজিতের!
arijit singh dances to chaleya besides singing

Truth Of Bengal: অরিজিৎ সিং মানেই সুরের জাদুকর। তাঁর সুরে বুঁদ আসমুদ্র হিমাচল। গোটা দেশজুড়ে তার অগুণিত ভক্ত। দেশ তো বটেই দেশেই বাইরেও একের পর এক কনসার্ট করেন অরিজিৎ। তেমনই গত ৩০ নভেম্বর বেঙ্গালুরুতে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। তাঁর গানের সুরে মজলেন অগুণিত মানুষ। তবে এবার আর শুধু গান নয়, গানের সঙ্গে নাচ করলেন অরিজিৎ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অরিজিতের নাচের সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘ছালেয়া’-র হুক স্টেপ করছেন অরিজিৎ।
শাহরুখ খান, নয়নতারা অভিনীত ‘জওয়ান’ ছবি থেকে তাঁকে এদিন প্রথম ‘ছালেয়া গানটি গাইতে দেখা যায়। তারপর সেই গানের সুরেই তিনি গানটির হুক স্টেপ করেন। স্বাভাবিক ভাবেই যা দেখে মুগ্ধ ভক্তরা।
View this post on Instagram
উল্লেখ্য, অরিজিৎ সিং বর্তমানে ইন্ডিয়া ট্যুর করছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে শো করে বেড়াচ্ছেন। আর সেটারই অংশ ছিল গত শনিবারের এই বেঙ্গালুরু কনসার্ট। এরপর হায়দরাবাদে আগামী ৭ ডিসেম্বর তাঁর কনসার্ট আছে। তারপর ফেব্রুয়ারির ২ তারিখ দিল্লিতে, মার্চের ২৩ তারিখ মুম্বইতে এবং এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইতে শো আছে তাঁর এই ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে। বেঙ্গালুরু দিয়েই শুরু হল সেই ট্যুরের সফর। আর সেই সফরের শুরুতেই ভক্তদের দারুণ চমক দিলেন গায়ক। এক কথায়, কনসার্টে অরিজিতের চালেয়ার হুক স্টেপ মন কেড়েছে তার ভক্তদের।