রাজ্যের খবর
চলতে চলতে গাড়িতে হঠাৎ আগুন! ধোঁয়ায় ঢাকল জাতীয় সড়ক
running car catches fire on national highway 116

Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া : জাতীয় সড়কের উপরে চলন্ত অবস্থায় জ্বলে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে আলমপুর রসিকলের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপরে।
দমকল আধিকারিক জানান, ২:৪৫ নাগাদ খবর আসে কোলাঘাট থেকে কলকাতার দিকে আসছিল বাসটি। হঠাৎই আগুন লেগে যায় । আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। চালক ছাড়া একজন ছিল গাড়িতে। তাঁদের উদ্ধার করা হয়েছে।
ভানু মন্ডল নামে এক যুবক জানান, ওই সময় তাদের জলের গাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। তারা এই জল বাড়ি বাড়ি দিতে যান। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।