রাজ্যের খবর

প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

Former IG of State Police Pankaj Dutt passes away

Truth Of Bengal: শনিবার বারানসি ট্রমা কেয়ার সেন্টারে প্রাক্তন আইজির শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে ভর্তী ছিলেন। ২৩ শে অক্টোবর বারানসির এক সভায় অনুষ্ঠানে সেরিব্রাল অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্তক্ষরণও হয় পঙ্কজ দত্তের। এর পর শনিবার প্রাণ হারান তিনি।

কর্মজীবন থেকে অবসর নেয়ার পর তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিশ্লেষক হিসেবেও বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম বক্তা হয়ে উঠেছিলেন। বিভিন্ন বিষয়ে সোজা সাপ্টা মতামতও দিতে দেখাগিয়েছে। পুলিশের উচ্চপদে চাকরি করার সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পুলিশ মহলে তার আলাদা একটি পরিচিতি ছিল।

Related Articles