খেলা

বাকি টেস্টে বিরাটকে আর অ্যাগ্রেসিভ মুডে দেখতে চান না বর্ডার

Border doesn't want to see Virat in an aggressive mood in the remaining Tests

Truth Of Bengal: চলতি বছর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দূরন্ত শতরান করেছেন বিরাট কোহলি। এবং ভারতের ২৯৫ রানে বিশাল জয়ের ক্ষেত্রে বিরাটের অবদান যে অনেকটা তা আর অস্বীকার করা যায় না। দীর্ঘদিন বাটে আবার ব্যাটে রান পাওয়া বিরাটের এই চেনা ছন্দই যেন উদ্বেগ বাড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে। প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক অল্যান-বর্ডার জানান, এই সিরিজের বাকি টেস্টগুলিতে আর বিরাটকে এই চেনা ছন্দে তিনি দেখতে চান না বলেও জানান বর্ডার।

বিরাটের এই ছন্দ ফিরে পাওয়ার জন্য বর্ডার সরাসরি কাঠগড়ায় তুলেছেন বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। অজি অধিনায়কের সমালোচনা করে প্রাক্তন অজি অধিনায়ক জানান, পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ফিল্ডিং পজিশন ঠিকমত সাজানো ছিল না। ম্যাচ জেতার জন্য যে অস্ট্রেলিয়ার রণকৌশলেও ছিল ভুলভ্রান্তিতে ভরা। যার জেরেই দীর্ঘদিন বাদে ব্যাটে রান না বিরাট ফের নিজের আত্মবিশ্বাস ফিরে পান। এর জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারই দায়ী।

সংবাধমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ডার বলেন, বিরাট যে ভাবে কোনও প্রতিরোধ ছাড়াই শতরান করল, তাতে অস্ট্রেলিয়ার বোলারদের ভূমিকা অবদান সবচেয়ে বেশি বলেও জানান প্রাক্তন অজি অধিনায়ক।

এদিকে বর্ডারের এই মতামতকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন ম্যাথু হেডেন, মার্ক টেলররা। তাঁদের মতে, বিরাটের ওপর কোনওভাবেই চাপ বাড়াতে পারেননি অস্ট্রেলিয়ার বোলাররা। এর জন্য দায়ী দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেও অভিযোগ তুলেছেন দুই প্রাক্তন অজি ক্রিকেটার।

এঁদের পাশাপাশি সিরিজের বাকি ম্যাচগুলিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মূল্যবান পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিও। তবে তিনি সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পরেও কামিন্সের পাশেই দাঁড়িয়েছেন। এবং অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তাতেও তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান পন্টিং।

সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে পন্টিং জানান, এই দলটিতে অনেক অভিজ্ঞ খেলেয়াড় আছেন। যাঁরা ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন। নিজেদের প্রতি আস্থা রাখতে হবে। তাহলেই সাফল্য ধরা দেবে বলে বিশ্বাস পন্টিংয়ের। পাশাপাশি ভারতীয় বোলাররা যদি অতিরিক্ত আক্রমণাত্মক হন, তাহলে অজি ব্যাটসম্যানরা যাতে পিছিয়ে না থাকেন। তাঁদের পাল্টা হিসেবে তাঁরাও যাতে আক্রমণাত্মক হয়ে ওঠেন বলেও জানিয়েছেন পন্টিং।

পারথ টেস্টে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন অজি ব্যাটসম্যান ল্যাবুশানে। পন্টিং তাঁর উদ্দেশে বলেন, ল্যাবুশানে এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অথচ প্রথম টেস্টে ওঁর ব্যাট থেকে কোনও রানই এল না। ল্যাবুশানকেই ওঁর এই ব্যর্থতার কারণ খুঁজে বার করতে হবে। মানছি ভারতীয় বোলাররা তাঁদের সেরাটা উপহার দিয়েছেন, কিন্তু তাই বলে বুমরা-সিরাজদের ভয় পেলে হবে না। ল্যাবুশানকে ফর্মে ফেরার উপায় খুঁজতে হবে।

Related Articles