চিন্ময় কৃষ্ণের পর এবার গ্রেফতার মহারাজ স্বরূপ দাসও
After Chinmoy Krishna, now Maharaj Swaroop Das also arrested

Truth Of Bengal: বাংলাদেশে গ্রেফতার হল আরও এক সন্ন্যাসী। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের পর এবার গ্রেফতার আরও এক মহারাজ স্বরূপ দাস। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ হিসেবে পরিচিতি যার। এছাড়াও মহারাজ স্বরূপের আরও একটি পরিচয় রয়েছে। তিনি চট্টগ্রামের হাটাজারির গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ঘটনা সামনে এসেছে।
প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুরা হামলা-আক্রমণের কবলে পড়েছে। দিন যত গড়িয়েছে এই ঘটনার রেশও আরও বেড়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশের বিমানবন্দর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই পাকড়াও করে হয়েছে চিন্ময়কে। আর তারপরে আরও এক সন্ত মহারাজ স্বরূপ দাসকে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে পাকড়াও করে ইউনূস সরকার। তবে স্বরূপের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি এবং তাঁকে আদালতে পেশের দিন সংঘর্ষের মাঝে এক আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটে। আর তারপর থেকেই বাংলাদেশে ইসকনকে ‘মৌলবাদী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। অপরদিকে ইউনূস সরকারের পক্ষ থেকেও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার যাবতীয় যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নেওয়া হচ্ছে। জামাতরাও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে রীতিমতো হুঁশিয়ারির সুরেই বলা হয়েছে, ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে হামলা আরও বাড়বে।