যাকে বলে পারফেক্ট জুটি, ‘দিলবারা’ গান গেয়ে ভাইরাল দাদা–বোন
The so-called perfect couple, 'Dilbara' goes viral singing brother-sister

Truth Of Bengal: প্রফেশনাল নয়। তবুও গানের লাইন স্পষ্ট মনে রেখেছে সে। তার সঙ্গে পাশে তাল দিতে মাঝে মাঝে চিৎকার করছে এক ছোট্ট খুদে। এমনই ছবি ধরা পরল সমাজ মাধ্যমে। তবে এই ভিডিওর সতত্যা যাচাই করেনি আমাদের পোর্টাল।
View this post on Instagram
জানা যাচ্ছে, এই দুই খুদে ইন্দোনেশিয়ার বাসিন্দা। তারপরও তাদের মুখে হিন্দি গানের লাইন। ‘দিলবরা দিলবরা, আপুন কি তু আপুন তেরা’ এই গান গেয়েই নেট দুনিয়ায় নজর কেড়েছে ইন্দোনেশিয়ার এই দুই খুদে। যেখানে দেখা যাচ্ছে, দাদা একটি সাদা গিটার হাতে খালি গলায় গানের প্রতিটা লাইন স্পষ্ট গেয়ে চলেছে। আর সেই গানে বাড়তি চমক হিসাবে চিৎকার করছে তার বোন। তবে, গানের মাঝে মাঝে এই চিৎকার গানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। তাতে বেশ মজাদার শোনাচ্ছে ‘দিলবরা’ গানটি।
পাশাপাশি, মাঝেমধ্যে একটু হেলেদুলেও নিচ্ছে পুচকেটি। নজরকাড়া এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ‘ইন্ডিয়ান্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায়। তবে, ভাইরাল এই ভিডিওটি মুগ্ধ করেছে নেট পাড়াকে। সাথে সকলে তাদের এই ভিডিও দেখে বাহবাও দিয়েছে। তাদের এই ভিডিও ভাইরাল হওয়ায় এক জন মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি খুব মিষ্টি। বোনের চিৎকার শুনে হাসিও পাচ্ছে।’’ আবার একজন মন্তব্য করেছেন, ‘‘সঙ্গীত কখনও ভৌগলিক দূরত্ব মানে না।’’