সাত সকালে ধর্মতলা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জালনোট, গ্রেফতার ১
Fake notes worth lakhs of rupees recovered from Dharmatala at 7 am, 1 arrested

Truth Of Bengal: সকাল সকাল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে সেখানকার একটি বাসস্ট্যান্ড থেকে তিন লক্ষ টাকার বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বিশেষ দল স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নোট গোনার কাজ শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ৫০০ টাকার নোটগুলি জাল। এসটিএফের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, শহরে আবার জালনোট পাচারের পরিকল্পনা চলছে এবং এই নোটগুলি উত্তরবঙ্গ থেকে কলকাতায় আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেই পরিকল্পনা অনুযায়ী ধর্মতলা বাসস্ট্যান্ডে হানা দিয়ে একটি বাসের তল্লাশি করা হয়। এক যাত্রীর ব্যাগে পাওয়া যায় ৫০০ টাকার জালনোটের বান্ডিল, যার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।
পুলিশ এখন তদন্ত করছে, জালনোটগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দারা মনে করছেন, এর সঙ্গে বাংলাদেশের যোগ থাকতে পারে। এছাড়া, উত্তরবঙ্গ হয়ে এ রাজ্য দিয়ে অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই মালদহের কালিয়াচক থেকে আসা মানোয়ার শেখ নামেএক ব্যক্তিকেগ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সে কলকাতায় এসে অন্য কোথাও পাচারের পরিকল্পনা করছিল।
পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে এবং তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করার জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।এখনো তদন্ত চলছে এবং পুলিশের দল সন্দেহ করছে যে, জালনোটের এই চক্রে আরও অনেকেই জড়িত থাকতে পারে।