কলকাতা

ঢাকায় গ্রেফতার সন্ন্যাসী, কলকাতার পথে বিজেপি

Monk arrested in Dhaka, BJP on its way to Kolkata

Truth of Bengal: বাংলাদেশে অশান্তির আঁচ কাঁটাতারের এপারে। চিন্ময় কৃষ্ণদাস এর নিঃশর্ত মুক্তি চাই দাবি অগ্নিমিত্র পালের। ঢাকায় গ্রেফতার সন্ন্যাসী কলকাতার পথে বিজেপি। শুভেন্দু নেতৃত্বে মিছিল বিজেপি বিধায়কদের। রবীন্দ্রসদনে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মিছিল। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস কমিশনারের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে নিরাপত্তা বলয় রয়েছে। ৭ জন প্রতিনিধি থেকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছেন হাই কমিশনের অফিস থেকে।

ইস্কনকে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাই কোর্টে মামলা দায়ের করা হল। সেই সঙ্গে চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও জানানো হয়েছে আদালতে। ইস্কনের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকেই হিন্দুদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ইস্কনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষও বটে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। খারিজ হয়েছে জামিনের আবেদনও। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে মানসিক দৃঢ়তা সঞ্চার করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। বিভিন্ন সময় তাঁর মন্তব্য ভাইরাল হয়েছে। সে-দেশের হিন্দুদের কাছে তিনি গুরুপ্রতিম। তাই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গ্রেফতার করার পর থেকেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

সোমবার ঢাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা শাহবাগ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। নেটমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওয় দেখা গিয়েছে, রাজধানী ঢাকার পথে পথে প্রভুর অবিলম্বে মুক্তির দাবিতে  অবরোধ চলছে। ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়ন্স বা ইসকন-এর সদস্যরাও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছেন। বিক্ষোভ চলাকালীন অজ্ঞাত ব্যক্তিদের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। প্রভুর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রামেও মানুষ বিক্ষোভ করেছে। সংখ্যালঘু হিন্দুরা সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে স্লোগান তুলেছে। Voice Of Bangladesh Hindus নামে এক সংস্থা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ঢাকায় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতে ইসলামীর সদস্যরা।

Related Articles