
Truth Of Bengal: মধ্যপ্রদেশের শাহডোল জেলার ধনপুরীতে অবস্থিত “পিএম শ্রী কন্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে” কিছু ছাত্রী ক্লাসরুমে অভিনয় করে রিল বানানোর ঘটনা সামনে এসেছে। ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা স্কুল ইউনিফর্ম পরে ক্লাসরুমের ভেতরে বিয়ের অভিনয় করে রিল তৈরি করেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
রিলের নেশায় মত্ত ছাত্রীরা স্কুলেই সারল বিয়ে? ভাইরাল ভিডিও pic.twitter.com/kI0sRWFe9K
— TOB DIGITAL (@DigitalTob) November 22, 2024
এই ঘটনাটি ১৯ নভেম্বরের বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ১২ শ্রেণির কয়েকজন ছাত্রী ক্লাসরুমে অশোভন রিল তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। ছাত্রনেতা এবং জাতীয় ছাত্র সংগঠনের প্রাক্তন নগর সভাপতি ওয়াসিম খান সোমু লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে ছাত্রীরা ক্লাসরুমে মোবাইল নিয়ে প্রবেশ করতে পেরেছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে পরীক্ষার ফলাফলের মান নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত দশম, একাদশ, এবং দ্বাদশ শ্রেণির ফলাফলের নিম্নগতি শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ভিডিওতে স্কুলের ড্রেসে ছাত্রীরা ফিল্মি গানের সঙ্গে রিল বানাচ্ছে, যা শিক্ষার পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর। জাতীয় ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় সমাজের সকলের সচেতন হওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।