Truth Of Bengal: মেরিট স্কলারশিপ স্কিমের জন্য যোগ্য শিক্ষার্থীদের থেকে অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আপাতত, বোর্ড দুটি স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। সময় রয়েছে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
এই দুই স্কলারশিপ হল-
১. সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এক্স ২০২৪ স্কিম: মেরিট স্কলারশিপ স্কিমের জন্য সিঙ্গেল গার্ল চাইল্ড যারা ২০২৪-এ দশম শ্রেণী পাস করেছেন এবং একাদশ শ্রেণীও সিবিএসই বোর্ডের স্কুল থেকেই পড়ছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন।
২. সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এক্স ২০২৪ (রিনিউয়াল ২০২৪) স্কিম: ২০২৩ সালে যারা সিবিএসই সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ পেয়েছিলেন, তাঁরা পুনর্নবীকরণের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন জানাবেন, দেখে নিন-
১. সিবিএসই-র অফিসিয়াল সাইটে যান- cbse.nic.in
২. ‘Single girl child scholarship X-2024 REG’- এ ক্লিক করুন
৩. স্কলারশিপ আবেদনে ক্লিক করুন
৪. নতুন ট্যাবে গিয়ে সিলেক্ট করুন- ফ্রেশ অথবা রিনিউয়াল
৫. SGC-X অথবা রিনিউয়াল, ক্লিক করুন
৬. আবেদনপত্র পূরণ করে নথি আপলোড করুন
৭. সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ অ্যাপলিকেশন জমা দিয়ে ফর্মটি ডাউনলোড করে নিন
প্রসঙ্গত, সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিমে ছাত্রীরা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবে। দশম শ্রেণীতে মাসিক টিউশন ফি ১৫০০-র অধিক হওয়া যাবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ১৬৫০-র বেশি হওয়া যাবে না মাসিক টিউশন ফি।