দেশ

হাইকোর্টে মিলল না স্বস্তি! আবগারি মামলা থেকে এখনই মুক্তি নয় কেজরির

delhi high court issues notice to ed on arvind kejriwal plea against chargesheet

Truth Of Bengal : আবগারি দুর্নীতি মামলায় এখনই স্বস্তি নয় কেজরির। নিম্ন আদালতের পাঠানো সমনে কোনও স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। আপ প্রধানের করা মামলার প্রেক্ষিতে পাল্টা ইডি-র বক্তব্য জানতে চেয়েছে আদালত।

গত ১৭ সেপ্টেম্বর আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। তবে সেই আবেদনে সাড়া দেননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাল্টা এই সমন ও তাঁর বিরুদ্ধে চলা মামলা খারিজের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি নিম্ন আদালতের সমনে স্থগিতাদেশ দেননি। কেজরির আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র মতামত জানতে চান তিনি। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে, লোকসভা ভোটের ঠিক আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে গ্রেফতার হন আপ নেতা। গত সেপ্টেম্বর মাসে জেল থেকে ছাড়া পান তিনি। আর এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানান। তবে, এখনি মিলছে না স্বস্তি।

Related Articles