বক্স অফিসে ধুঁকছে বিগ বাজেট ছবি ‘কাঙ্গুভা’
Big budget film 'Kanguva' is doing well at the box office

Truth of Bengal: চলতি বছরের ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার সুরিয়া ও ববি দেওলের ছবি ‘কাঙ্গুভা’। ছবি তৈরিতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। সাতটি দেশে শ্যুটিং হয়েছে। ভিএফএক্সের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন নির্মাতারা। হলিউড মানের ছবি বানানোর চেষ্টার ত্রুটি রাখেননি তাঁরা। তবে এত কিছুর পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে সুরিয়ার ‘কাঙ্গুভা’। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১৪ নভেম্বর অর্থাৎ রিলিজের দিন ২৪ কোটি টাকার ব্যবসা করেছিল ‘কাঙ্গুয়া’। পরদিনই আয় সিঙ্গল ডিজিটে নেমে যায়। সেভাবে আর ওঠেনি।
শুক্রবার ৯.৫ কোটি টাকা ঘরে তোলে। শনিবার আয় হয় ৯.৮৫ কোটি টাকা। রবিবার ছুটির দিনেও ছবিটি ১০.২৫ কোটি টাকার ব্যবসা করে ‘কাঙ্গুয়া’।প্রথম সোমবার ‘কাঙ্গুয়া’-এর ব্যবসা নেমে যায় ৩.১৫ কোটি টাকায়। পাঁচ দিনে মোট আয় হয়েছে ৫৬.৭৫ কোটি টাকা। বড় বাজেটের ছবিগুলি সাধারণত ওপেনিং উইকএন্ডেই ১০০ কোটির গণ্ডী খুব সহজেই টপকে যায়। কিন্তু ‘কাঙ্গুভা’র ক্ষেত্রে সেটা হল না যা ছবির সাফল্য নিয়ে ভাবাচ্ছে।
তবে এত বিগ বাজেট, বিগ স্টারার ছবি হওয়া সত্ত্বেও কেন এই অবস্থা ‘কাঙ্গুভা’র? কারণ হিসেবে জানা যাচ্ছে, ছবির গল্প মোটেই পছন্দ হয়নি দর্শকদের। ছবিতে ভিএফএক্স চোখ ধাঁধানো, অভিনয় ও দারুণ কিন্তু গল্পেই মার খেতে হল ‘কাঙ্গুভা’কে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। উল্লেখ্য, ‘কাঙ্গুভা’ ছবিতে সুরিয়া ও ববি ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে দিশা পাটানি, আনন্দরাজ, বিএস অবিনাশ, জগপতি বাবু, যোগি বাবু, বসুন্ধরা কাশ্যপ, প্রকাশ রাজ সহ অনেককে।