মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় মাটিয়ায় প্রৌঢ়কে খুন, পলাতক অভিযুক্ত
Elderly man murdered in Basirhat's Matiya, accused absconding

Truth Of Bengal: মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি বাবা। তাতেই খুন হতে হল এক সবজি ব্যবসায়ীকে। তাতেই এমন ভয়াবহ ঘটনা ঘটে গেল বসিরহাটের মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায়। মালতিপুর স্টেশনের কাছে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। নিহত সবজি ব্যবসায়ের নাম জব্বার মোল্লা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
অভিযুক্ত যুবকের নাম নাজিমুদ্দিন। অভিযুক্ত প্রৌঢ়র গ্রামেরই ছেলে। মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমে কোড়াপাড়ায় নিজ বাড়ি ফিরছিলেন জব্বার মোল্লা। সেই সময় ট্রেন লাইনের ধারে তাকে পাকড়াও করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রামে প্রৌঢ়র মৃত্যুর খবর পৌঁছাতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিহতের পরিবারের অভিযোগ, জব্বার মোল্লার এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন অভিযুক্ত। কিন্তু মেয়েকে তার সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়নি জব্বার। ক্ষোভের জেরে প্রৌঢ়কে খুন করে তার থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় নাজিমুদ্দিন।
মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, ‘শুকুরের ছেলে নাজিমুদ্দিন মেরেছে আমার স্বামীকে। আমার মেয়েকে বিয়ে করবে বলেছিল। আমরা বিয়ে দিইনি। আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে।’