ফাঁকিবাজির দিন শেষ, এআই জানাবে আপনার লোকেশন
Artificial Intelligence will tell your location

Truth Of Bengal: মৌ বসু : অনেকেরই অভ্যাস থাকে এক জায়গায় থেকেও মিথ্যে কথা বলে অন্য জায়গায় থাকার নাম নেওয়া। এসব ফাঁকিবাজির দিন শেষ। কারণ, এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে খুব সহজেই জানা যাবে একজন ব্যক্তির আসল লোকেশন। সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক অভিনব এআই টুল আবিষ্কার করেছেন যা যাতায়াতের সময় শরীরে আটকে যাওয়া মাইক্রো অর্গানিজম বা ক্ষুদ্র জীব ব্যবহার করেই বলে দেবে ওই সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় ছিলেন। জেনোম বায়োলজি অ্যান্ড ইভোলিউশন নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট।
বিজ্ঞানীদের দাবি, মাইক্রো অর্গানিজম মাইক্রোস্কোপিক ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ হিসাবে কাজ করে। তারা জিওগ্রাফিক্যাল ট্রেস বা কোথা থেকে এসেছে তা তুলে ধরে। এআই টুল মাইক্রো অর্গানিজমের সাহায্যে খুব সহজে চিহ্নিত করতে পারবে একজন ব্যক্তি কোথায় যাতায়াত করেছেন।
জিপিএস নির্ভর চিরাচরিত নেভিগেশন সিস্টেমকে এড়িয়ে বিজ্ঞানীরা এআই প্রযুক্তি নির্ভর মাইক্রোবায়োম জিওগ্রাফিক পপুলেশন স্ট্রাকচার বা এমজিপিএস ব্যবহার করেছেন। নির্দিষ্ট জায়গার ক্ষুদ্র জীবকে চিহ্নিত করে এআই টুল জানিয়ে দেবে ওই জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তি গিয়েছিলেন কিনা। লুন্দ বিশ্ববিদ্যালয়ের গবেষক এরান এলহায়েক জানান, মানব দেহের ডিএনএ যেমন পরিবর্তন হয় না কিন্তু মানুষের শরীরে থাকা মাইক্রোবায়োমের পরিবর্তন হয় বিভিন্ন রকমের পরিবেশে গেলেই।
এআই প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্র জীবের সাম্প্রতিক লোকেশন চিহ্নিত করতে পারলে একদিকে যেমন অসুখের সংক্রমণ আটকানো সম্ভব হবে তেমনই অপরাধের ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদেরও প্রচুর পরিমাণে সাহায্য হবে। বিজ্ঞানীরা ৫৩টি দেশের সাবওয়ে ও শহরাঞ্চল থেকে, ১৮টি দেশের ২৩৭টি মাটির নমুনা আর ৯টি সাগর থেকে ১৩১টি সামুদ্রিক নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় এআই টুল ৯২% নমুনা কোথা থেকে সংগৃহীত তা সঠিক ভাবে চিহ্নিত করতে পেরেছে।