বিপজ্জনক বাড়ির সংস্কারে নয়া সংশোধনী আনতে চলেছে কলকাতা পৌর সংস্থা
Kolkata Municipal Corporation to bring new amendments to renovate dangerous houses

Truth Of Bengal: কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় ৩০৪৬টি। তার মধ্যে তালিকাভুক্ত অতি বিপজ্জনক বা হাইরিস্ক জোন বাড়ি প্রায় ৩০ শতাংশ। ১০ শতাংশ বাড়ি গুরুতর বিপদজ্জনক জোনে রয়েছে। ২৫০০ বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করেছে কলকাতা পৌর সংস্থা। ১০০-র বেশি বাড়ি অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। আর এই বিপজ্জনক বাড়ির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মধ্য কলকাতায়।
কলকাতা পুরসভার দেওয়া তথ্য থেকে উঠে আসছে উত্তর ও মধ্য কলকাতায় দেড় থেকে ২ হাজার বাড়িই বিপজ্জনক।কলকাতা পুরসভার পক্ষ থেকে বার বার নোটিশ দিলেও ওইসব বাড়ি থেকে সরছেন না বাসিন্দারা। বাড়ি হাত ছাড়া হওয়ার ভয়ে বাড়ি ছাড়তে অনিহা বাসিন্দাদের। কলকাতা পুরসভা সূত্রের খবর, প্রতিটি ওয়ার্ডে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা করা আছে।
উত্তর কলকাতার ৪ ও ৫ বোরোতে সর্বাধিক বিপজ্জনক বাড়ি। বিপজ্জনক বাড়ির সংস্কারের জন্য ৪১২ ধারায় সংশোধনী আনতে চলেছে কলকাতা পৌর সংস্থা। গত ৫ বছরে মাত্র ৭০টি বিপজ্জনক বাড়ির সংস্কারের কাজ সম্ভব হয়েছে। বিপজ্জনক বাড়ির তথ্য নথিভুক্ত করা হয়েছে কলকাতা পৌর সংস্থায়। খুব দ্রুত শহরের বিপজ্জনক বাড়ির পূর্ণাঙ্গ তালিকা ওয়েবসাইটে দেওয়া হতে পারে। আহিরীটোলা, পাথুরিয়াঘাটা স্ট্রিট, হেমেন্দ্র সেন স্ট্রিট, বড়বাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভেঙে পড়েছে বিপজ্জনক বাড়ি।