পূর্ব রেল ও পূর্ব-মধ্য রেলে শতাধিক শূন্যপদে স্পোর্টস কোটায় নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Sports quota recruitment for more than hundred vacancies in Eastern Railway and East-Central Railway

Truth Of Bengal: মৌ বসু : অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় রেলে চাকরি করার। চাকরিপ্রার্থীদের সামনে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ আছে। পূর্ব রেলে ও পূর্ব-মধ্য রেলে শতাধিক শূন্যপদে স্পোর্টস কোটায় পে লেভেল ১,২,৩,৪ ও ৫ স্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
পূর্ব রেলে স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। মোট ৬০টি শূন্যপদ। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে (RRC/ER:rrcer.org), (rrcrecruit.co.in) ওয়েবসাইট মারফত। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। ১৪ ডিসেম্বর শেষ হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ সি, লেভেল ৪/৫ এর শূন্যপদ ৫। গ্রুপ সি, লেভেল ২/৩ এর শূন্যপদ ১৬। গ্রুপ ডি, লেভেল ১ (সপ্তম সিপিসি) এর শূন্যপদ ৩৯। লেভেল ৪/৫ পদে চাকরির আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লেভেল ২/৩ পদে চাকরির আবেদন করতে যে কোনো স্বীকৃত পর্ষদ/ প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। অথবা দশম শ্রেণি পাশ করতে হবে। কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ পাশ করতে হবে। লেভেল ১ পদে চাকরির আবেদন করতে আবেদনকারীকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এনসিভিটি দ্বারা স্বীকৃত আইটিআই কোয়ালিফিকেশন বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট লাগবে।
চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। স্পোর্টস কোটায় আবেদনের জন্য ক্রীড়া ক্ষেত্রে অবদান, পুরস্কার প্রাপ্তি ও কৃতিত্বর পাশাপাশি শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদনমূল্য ৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি, সংখ্যালঘু, মহিলা ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য আবেদনমূল্য লাগবে ২৫০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মারফত অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে।
পূর্ব-মধ্য রেলের তরফে জারি করা বিজ্ঞাপনে বলা হয়েছে, কুস্তি (পুরুষ, ৭৯ কেজি, ফ্রিস্টাইল), শূন্যপদ ২টি, বাস্কেটবল (পুরুষ, পয়েন্ট গার্ড), শূন্যপদ ১টি, বাস্কেটবল (পুরুষ, শ্যুটিং গার্ড), শূন্যপদ ১টি, বাস্কেটবল (মহিলা, পয়েন্ট গার্ড), শূন্যপদ ১টি, বাস্কেটবল (মহিলা, ফরোয়ার্ড), শূন্যপদ ১টি, কাবাডি (পুরুষ, রাইট কর্নার, রায়ডার ও অল রাউন্ডার), প্রতিটি শূন্যপদ ১টি করে। কাবাডি (মহিলা, লেফট কর্নার ও অল রাউন্ডার), প্রতিটি শূন্যপদ ১টি করে। ফুটবল (পুরুষ, গোলকিপার, সেন্টার মিডফিল্ডার ও লেফট মিডফিল্ডার), প্রতিটি শূন্যপদ ১টি করে। ফুটবল (মহিলা, গোলকিপার, সেন্টার ব্যাক ও সেন্টার মিডফিল্ডার), প্রতিটি শূন্যপদ ১টি করে। ব্যাডমিন্টন (পুরুষ, সিঙ্গলস ও ডবলস), শূন্যপদ ১টি, ব্যাডমিন্টন (মহিলা, সিঙ্গলস ও ডবলস), শূন্যপদ ১টি, ভলিবল (পুরুষ, সেন্টার ব্লকার), শূন্যপদ ১টি, অ্যাথলেটিক্স (মহিলা, ২০ কিমি রেস ওয়াকিং, ২০০ মিটার ও ৫ হাজার মিটার), প্রতিটি শূন্যপদ ১টি করে। অ্যাথলেটিক্স (মহিলা, ২০ কিমি রেস ওয়াকিং, ২০০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, দেড় হাজার মিটার, ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটার), প্রতিটি শূন্যপদ ১টি করে। ক্রিকেট (পুরুষ, ফাস্ট বোলার), শূন্যপদ ৩টি, পেসবোলার, শূন্যপদ ১, ব্যাটসম্যান (অলরাউন্ডার), শূন্যপদ ১টি, লেফট আর্ম স্পিনার, শূন্যপদ ১টি, অল রাউন্ডার, শূন্যপদ ২টি, স্পিনার, শূন্যপদ ১টি, উইকেট কিপার, শূন্যপদ ৩টি, ব্যাটসম্যান, শূন্যপদ ৬টি। ফুটবল (পুরুষ, স্ট্রাইকার), শূন্যপদ ২টি, ফুটবলার (পুরুষ, মিডফিল্ডার), শূন্যপদ ১টি। ব্যাডমিন্টন (পুরুষ, শূন্যপদ ১টি)। বাস্কেটবল (পুরুষ, অল রাউন্ডার, শূন্যপদ ১টি), ভলিবল (পুরুষ, অ্যাটাকার) ও হকি (পুরুষ, স্ট্রাইকার, শূন্যপদ ১টি)।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বয়স হতে হবে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ১৮-২৫ বছরের মধ্যে। পে লেভেল ১ পদে আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ ও আইটিআই শংসাপত্র থাকতে হবে। দেশের হয়ে ক্রীড়া ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে হবে বা স্বীকৃত জাতীয় বা রাজ্যস্তরের চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পে লেভেল ২ ও ৩ পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। জুনিয়র লেভেলে ক্রীড়া ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে হবে দেশের হয়ে। লেভেল ৪ ও ৫ পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ক্যাটাগরি এ, বি বা সি চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। সিনিয়র ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে। সিনিয়র, জুনিয়র, ইয়ুথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত পাঠাতে হবে ডাকযোগে (General Manager (Personnel), Recruitment Section, East Central Rail, Hajipur)।