শেখ হাসিনার খোঁজে কড়া পদক্ষেপ নিতে পারে ট্রাইব্যুনাল?
Can the tribunal take strict action to find Sheikh Hasina?

Truth Of Bengal: শেখ হাসিনার বিরুদ্ধে একধিক মামলা রয়ছে সেই তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা কতে দেখা যায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে এর মাঝে ট্রাইব্যুনাল সময় জানতে চান শেখ হাসিনা কোথায়? সেই সময় তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন।
তিনি আরও জানান, পুলিশ আধিকারিকদের মাধ্যমে তাঁরা জানতে পারেন প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। এ ছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার এমনটা জানা যায় ।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানা যায় । এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আগামী ১৭ ডিসেম্বর সমস্ত নথি দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতে হাজির হওয়া আনিসুল হকসহ ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্ধী রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় ।
তবে প্রাথমিক ভাবে জানা যায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে অবশই ট্রাইব্যুনালে হাজির করা হয় মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।