আন্তর্জাতিক

মাস্ককে আপত্তিকর মন্তব্য ব্রাজিলের ফার্স্ট লেডির

Brazil's First Lady makes offensive comments to Musk

Truth of Bengal: ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলছে জি-২০ সম্মেলন। সেখানে ধনকুবের ইলন মাস্কের প্রতি আপত্তিকর মন্তব্য করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার স্ত্রী। শনিবার জি-২০ ইভেন্টে বিলিয়নেয়ার ইলন মাস্কের বিরুদ্ধে বলতে গেলে কদর্য ভাষা ব্যবহার করেছেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে এ কথা বলেন।

জানজা ভুল তথ্য বন্ধ করার বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন একটি বিমানের শব্দ শোনা যায়। এরপরই তিনি কৌতুক করে বলেন, আমার মনে হয় এটি ইলন মাস্ক। সেই সঙ্গে তিনি বলেন, আমি তোমাকে ভয় পাই না, আপনি, ইলন মাস্ক। জানজার এই বক্তব্যের ভিডিওতে একটি হাসির ইমোজি পোস্ট করে লেখেন, তারা ব্রাজিলের পরবর্তী নির্বাচনে হারতে চলেছেন।

উল্লেখ্য, ব্রাজিলে মাস্কের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্স এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ব্রাজিলে এক্স-এর বিরুদ্ধেও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ছিল। এটি নিষিদ্ধ করার কারণ হিসাবে বলা হচ্ছে, ভুয়া খবর প্রচার এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকি। এর পরে, এলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে (পুরনো নাম টুইটার) একটি পোস্ট  করেছেন এবং জানিয়েছেন কীভাবে এক্স প্ল্যাটফর্মের অ্যালগরিদম কাজ করে।

Related Articles