ভুয়ো বিজ্ঞাপনের চক্করে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন তামিলনাড়ুর চিকিৎসক
Tamil Nadu doctor loses lakhs of rupees after falling prey to fake advertisement

Truth Of Bengal: মৌ বসু: কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। এই আপ্তবাক্য এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন তামিলনাড়ুর সরকারি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত এক চিকিৎসক। রমেশ (নাম পরিবর্তিত) নামের সরকারি মেডিক্যাল কলেজের ওই ডাক্তার অনলাইনে সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
ওই চিকিৎসক ইউটিউব দেখে শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত শিখতে শুরু করেন। সেই সূত্র ধরে তিনি সাইবার জালিয়াতদের খপ্পরে পড়েন। তাঁকে “stock market tips” দিয়ে টাকা কামানোর লোভ দেখানো হয়। তিনি সহজেই জালিয়াতদের খপ্পরে পড়ে যান এবং মাত্র ৩ সপ্তাহের মধ্যে ৭৬.৬ লাখের বেশি টাকা হারিয়ে বসেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি ইউটিউবে একটি বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতদের খপ্পরে পড়েন।
ওই বিজ্ঞাপনে স্টক মার্কেটে টাকা লাগিয়ে লাভ করার কথা বলা হয়েছিল। এই বিজ্ঞাপনে ক্লিক করতেই ওই চিকিৎসক একটি WhatsApp group এ যোগ হয়ে যান। এই গ্রুপের অনেকে নিজেদের অভিজ্ঞ ট্রেডার বলে পরিচয় দিয়েছিল এবং চিকিৎসকের বিশ্বাস অর্জন করতে শেয়ার বাজার থেকে টাকা কামানোর পদ্ধতি শেয়ার করছিল। ওই চিকিৎসক এসব কথা শুনে লোভে পড়ে টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেন।
ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নিজের নাম ‘দিবাকর সিং’ বলেছিল এবং গ্রুপ মেম্বারদের শেয়ার কেনা এবং বেচার টিপস দিচ্ছিল। গ্রুপের সদস্যদের কথায় প্রভাবিত হয়ে ওই চিকিৎসক একটি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে তাঁর একটি অ্যাকাউন্ট ওপেন করেন। তাঁকে আরও বোঝানো হয় মেম্বারদের বলা স্টকে টাকা বিনিয়োগ করলে তিনি বেশি লাভ করবেন।
জালিয়াতরা ওই চিকিৎসককে বিভিন্ন বিখ্যাত ভারতীয় স্টকের পাশাপাশি কিছু আমেরিকান কোম্পানিতেও বিনিয়োগ করতে বলেন। দ্রুত এবং বেশি পরিমাণে টাকা কামানোর লোভে ওই চিকিৎসক ৩ সপ্তাহের মধ্যে প্রায় ৭৬.৬ লাখ টাকা বিনিয়োগ করেন। কিছুদিন পর তিনি তাঁর টাকা তোলার চেষ্টা করলে তাঁকে আরও ৫০ লাখ টাকা দিতে বলা হয়।
“কোয়ালিফাইড ইন্সটিটিউশনাল বায়ার্স অ্যাসোসিয়েশন” নামক সংস্থাকে এই টাকা দিতে বলা হয়। এরপরই চিকিৎসক বোঝেন তিনি অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন। বর্তমানে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।