রাজ্যের খবর

মাটি খুঁড়তে উঠে এল মানুষের কঙ্কাল, চাঞ্চল্য হবিবপুরে

Human skeleton found while digging in the ground, causing excitement in Habibpur

Truth of Bengal: বাড়ি করার মাটি খুড়তেই উঠে এল মানুষের কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দয়ারপাড়ায়। জানা যায়, রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন। তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটি নরকঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায়।

এলাকাবাসী সূত্রে খবর, নদিয়ার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় নতুন বাড়ি বানাচ্ছিলেন। তারই কাজ শুরু হয়। রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয়।

পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে। তবে এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ইতিমধ্যে ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। বুধবার সকালে আবারও ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। কঙ্কালটি কত বছরে পুরনো তা ফরেন্সিকে পাঠিয়ে রিপোর্ট সংগ্রহ করবে পুলিশ। কে বা কারা দেহ পুঁতে রেখেছিল, কতদিন আগের তা খতিয়ে দেখতেই বের ঘটনাস্থলে যায় পুলিশ।

Related Articles