রাজ্যের খবর

মাঝরাতে ভয়াবহ পথদুর্ঘটনা! প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ১০

Horrific road accident in the middle of the night! 3 people killed, at least 10 injured

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার পঞ্চমের বাজার এলাকায় সোমবার রাতে একটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও আশপাশের বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতে ২০ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান গঞ্জের বাজার থেকে বাসন্তীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথে পিকআপ ভ্যানটির টায়ার ফেটে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে গাড়িটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার ফলে সকল যাত্রী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একটি দম্পতি রয়েছেন বলে জানা গেছে।

Related Articles