ডলারের নিরিখে কমেই চলেছে টাকার দাম, পতন ঠেকাতে কি ব্যবস্থা নিল আরবিআই
The value of the rupee is falling in terms of the dollar, what measures has the RBI taken to prevent the fall?

Truth Of Bengal: ডলারের তুলনায় টাকার দাম কমেই চলেছে। সোমবার ডলারের নিরিখে টাকার দাম দাঁড়ায় ৮৪.৩৮। এটি সর্বকালের লক্ষ্যণীয় মূল্য পতন বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। গত শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম ৫পয়সা কমে। সেসময় দর নেমে আসে ৮৪.৩৭এ। এবার তা আরও কমায় চিন্তিত ভারতীয় বাজার বিশেষজ্ঞরা। ডলারের তুলনায় টাকার এই মূল্য পতন দেখে বিদেশী মুদ্র ভান্ডারের বিপুল অর্থ বিক্রি করে রিজার্ভ ব্যাঙ্ক। এরপরেও টাকার নিম্নমুখী সূচক দেখে অস্থিরতার আশঙ্কা বাড়ছে।
ডলারের নিরিখে টাকার দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করে আরবিআই। সেপ্টেম্বরের শেষ থেকে এই প্রক্রিয়া শুরু করে দেশের শীর্ষ ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে ১ মাসের মধ্যেই বিপুল পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। ডলারের নিরিখে টাকার দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। সেপ্টেম্বরের শেষ থেকে যা শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে এক মাসের মধ্যেই ওই পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে খবর মিলেছে।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বসার পরই চাঙ্গা হয় শেয়ার বাজার। ডলারও শক্তিশালী হয় বিশ্ববাজারে। এরপরই দেখা যায়, বাজারে টাকার দাম পড়তে থাকে। এভাবে টাকার দাম পড়ে যাওয়ায় বৈদিশিক বাণিজ্যে ভারত বেশকিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিদেশী মুদ্রার সঞ্চয় ভান্ডারেও তার প্রভাব পড়ছে বলে অর্থনীতিবিদরা মনে করেন।