কলকাতা

মামলার পাহাড়, ভাঙবে হাই কোর্টের ‘ছুটির ট্র্যাডিশন’?

Mountain of cases, will the High Court's 'holiday tradition' be broken?

Truth Of Bengal: আদালতে জমে আছে মামলার পর মামলা, এককথায় মামলার পাহাড়, কাজেই এবার ‘ছুটির ট্র্যাডিশন’ ভাঙতে চায় হাইকোর্ট। ২০২৫ সালে ৭ দিন ছুটি বাতিলের প্রস্তাব। লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যেকার ৭ দিন অর্থাৎ ৯,১০,১৩,১৪,১৫,১৬,১৭ অক্টোবর ছুটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।

বছরে ২২২ দিনের কর্মদিবস লক্ষ্য, এই নতুন সিদ্ধান্ত জানাল হাইকোর্টের ছুটি সংক্রান্ত ৪ বিচারপতির বিশেষ কমিটি। কমিটিতে রয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী।

বছরে ২২২ দিনের কর্মদিবস লক্ষ্য, এই নতুন সিদ্ধান্ত জানাল হাইকোর্টের ছুটি সংক্রান্ত ৪ বিচারপতির বিশেষ কমিটি। কমিটিতে রয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী। ২০২৫ সালে হাইকোর্টের কর্মদিবস ২১২ দিন, তা আরও ৭ দিন বাড়ানোর প্রস্তাব দিল কমিটি।

Related Articles