আন্তর্জাতিক

৭ দিন পরে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ, সিলেটে চাঞ্চল্যকর ঘটনা

Body of missing child recovered after 7 days, sensational incident in Sylhet

Truth of Bengal: নিখোঁজের ৭দিন পরে উদ্ধার শিশুর দেহ। বাংলাদেশের সিলেটে মর্মান্তিক ঘটনা। মৃত মিশুর নাম মুনতাহার। বয়স ৫। সিলেটের কানাইঘাট থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহ।

জানা যায়, রবিবার ভোরে তাদের বাড়ির পুকুর থেকেই মুনতাহারের দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। শিশুটিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভ্যুযোগ পরিবারের।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল শিশুটি। প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করতে গিয়েছিল মুনতাহার। তবে আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। এমনকি সামাজিক মাধ্যমে শিশুটির খোঁজ দেওয়ার জন্য পোস্ট করাও হয়।

কিন্তু, এমন যে মর্মান্তিক পরিস্থিতি হবে তা কেইবা জানতো। নিখোঁজের ৭ দিন পরে শিশুটির দেহ উদ্ধার হয়। স্বভাবতই শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, এই মৃত্যুর নেপথ্যে কারুর ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles