পায়ে চোট পেয়েছেন রামকমল, বিরতি ঘোষণা পরিচালকের
Ram Kamal suffers leg injury, director announces break

Truth of Bengal: পায়ের ওপর দিয়ে চলে গেছে বাইক। জখম পায়ের ছবি দিয়ে জানালেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। আপাতত স্থগিত আসন্ন ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর কাজ। কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন বলেও জানান পরিচালক। চোট সারলেই আবারও জোর কদমে চলবে ছবির শুটিং।
শনিবার ঘটে এই দুর্ঘটনা। মধ্য কলকাতার রাস্তায় একটি ক্যাবে উঠতে যাচ্ছিলেন পরিচালক। এমন সময় একটি বাইক বেপোয়ারা গতিতে পাশ দিয়ে চলে যায়। শুধু পাশ দিয়ে নয়, পরিচালকের পায়ের ওপর দিয়ে চলে যায় বাইকটি। এতেই জখম হন তিনি। সামাজিক মাধ্যমে এবিষয়ে জানিয়েছেন তিনি। পাশাপাশি বাইকারোহীদের এমন বেপোয়ারা গতি এবং ট্রাফিক আইন না মেনে চলা নিয়ে ক্ষোভ উগরে দেব রামকমল মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে পায়ের ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, ”একটা বিরতির পর ফের দেখা হচ্ছে। কলকাতার একটি ক্যাবে উঠতে যাওয়ার সময় পায়ের উপর দিয়ে বাইক চলে গিয়েছে। মধ্য কলকাতা ও পার্ক সার্কাস অঞ্চলে এই ভাবে বাইক চালানোটাই যেন ধারা হয়ে গিয়েছে। প্রার্থনা করি যেন এঁরা এবার একটু ট্রাফিক আইন মানা শুরু করুক এবং বুঝতে পারুক মানুষের পা কিন্তু হাইওয়ে নয়।”
রামকমল পরিচালিত ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ এ নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে তেমনই নজরে এসেছে। ২০২২ সালে ছবির ঘোষণা করেন রামকমল। তার পরের বছর থেকে শুরু হয় শুটিংয়ের কাজ। জানা যায়, ২০২৫ সালের প্রথম মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’। ছবিতে রুক্মিণী ছাড়াও রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, ওম সাহনি সহ আরও অন্যান্য কলাকুশলীরা।