রাজ্যের খবর

রেল যাত্রীদের জন্য সুখবর, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিশেষ লোকাল ট্রেন

Special local train on the occasion of Jagaddhatri Puja

Truth of Bengal: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে ৮ই নভেম্বর ২০২৪ থেকে ১২ই নভেম্বর ২০২৪ পর্যন্ত হাওড়া ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে মোট ছয় জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, যা সমস্ত স্টেশনে থামবে। ব্যান্ডেলের জন্য চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ১৭:২০, ১৯:৫৫, ২০:৩৫ এবং ২৩:৩০ টায় ছাড়বে যা ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত। একটি ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত্রি ০০:৩০ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। তিন জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ১৮:৩৫, ২১:২০ এবং ২১:৫৫ টায় ছাড়বে ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত। দুটি জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে রাত্রি ০১: ০০ টায় এবং ০২:০০ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত।

একটি আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। অপরদিকে, বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত্রি ২২:৩০ টায় ছাড়বে ৮/৯ই নভেম্বর থেকে ১১/১২ই নভেম্বর পর্যন্ত।

এছাড়াও, একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত্রি ০২:৩৫ টায় ছাড়বে এবং ১২ই নভেম্বর (বিসর্জনের দিন) ব্যান্ডেল থেকে ভোর ০৪:০০ টায় ছাড়বে।

এছাড়া, ৩৬০৮৭ হাওড়া-মাসাগ্রাম লোকাল ট্রেন (হাওড়া থেকে ছাড়বে ১৯: ২৭ টায়) ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত বর্ধমান পর্যন্ত চালানো হবে এবং একটি বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন একই দিনে রাত ২২:১০ টায় ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে ছাড়বে। ৩৬০৮৮ মাসাগ্রাম-হাওড়া লোকাল ট্রেনের পরিষেবা ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

এছাড়াও, আপ দিকে ০৩০৫১ হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে রাত ০১:৫০ টায় ছাড়বে এবং ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সব স্টেশনে থামবে। ডাউন দিকে ০৩০০৪ আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সব স্টেশনে থামবে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত।

Related Articles