খেলা

ইতালির মাঠে হার অব্যাহত আর্সেনালের

Arsenal continue to lose in Italy

Truth Of Bengal: মিলান- ইতালি আর্সেনালের কাছে বড় অপয়া জায়গা। এই কথাটা ফের একবার প্রমাণিত হল আবারও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হারতে হল মাইকেল আর্তেতার দলকে। এই হারের সঙ্গে সঙ্গে ইতালির মাটিতে টানা পাঁচটি ম্যাচে হারের নজির গড়লেন গারনাররা।

বুধবার ইতালির ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনাল কোচ আশা করেছিলেন এবার হয়তো জয় না পেলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে তাঁর দল। কিন্তু আরতেতার স্বপ্ন পূরণ হল না। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে হাকেনের করা গোলেই জয় হাসিল করে নেয় মিলানের ক্লাবটি। ম্যাচে সব বিভাগে প্রতিপক্ষকে টেক্কা দিলেও সুযোগ নষ্টের ফলে জয় অধরাই থাকল ব্রিটিশ দলের। প্রসঙ্গত, ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে এত শট নিয়েও গোলের দেখা পেল না আরগানরা।

এদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন আর্সেনাল কোচ। এই প্রসঙ্গে আরতেতা জানান, মিলানের পেনাল্টির আগে মেরিনোকে ফাউল করা হল। অথচ রেফারি তখন সেটা দেখলেন না। অথচ আমাদের বেলায় তাঁর নজর এড়াল না। এগুলো দ্বিচারিতা ছাড়া আর কি হতে পারে কি বলে প্রশ্ন তুললেন আরতেতা।

আর্সেনালের মতো একই দিনে হারের মুখ দেখল পিএসজি। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের মুখ দেখল পিএসজি। মাদ্রিদের দলটির হয়ে গোল করলেন মলিনা ও অ্যাঞ্জেল কোরেরা। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ওয়ারেন জাইরে।

অপর ম্যাচে বেনফিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে জয় পেল ব্রায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন মুসিয়ালা।